**************************************
            যখন সময় ছিল যৌবনের দেহে আর মনে
          এসে করছিল কোলাহল একা নিভৃতে নিশীথে ,
          সেদিন আমার চোখে ঘুম ছিল যেন অমারাতে
          এখন আমার মন  ফিরে চলে যায় সেইখানে ।

        সুন্দরের ডাক শুনিনি সেদিন, যৌবনে  ছিল অভিশাপ ,
      মণিমালা কেঁদে ফিরে গেছে ,দেখেছে আমার দুটি  চোখ
         দুর্ভিক্ষের খোঁজ করে , দুর্দিনের বুকে দেখে শোক ;
          অভিশপ্ত যৌবন সেদিন একা বসে করেছে বিলাপ ।

         সময় ফুরিয়ে গেছে ,পূজার প্রদীপ ঝড়ে নিভে গেছে
         যৌবন অভিশাপ নিয়ে মনের দুয়ারে এসেছে সেদিন ,
       দারিদ্র্যের কশাঘাতে  ,বেদনার বুকে সে হয়েছে মলিন ;
           আগুন নিভে গেছে ,ছাই  শুধু পড়ে আছে কাছে ।

          সময় গিয়েছে চলে ,  ভেঙ্গে গেছে সুন্দরের ধ্যান
         আজ ফিরে পাবো না সেদিন ,জীবন হবে না অম্লান ।

**********************************************************