*************************************
         মণিমালা , তোমার বড় বড় সুন্দর দুটি চোখ
          ঈশ্বর কি দিয়ে গড়েছিল আমি তা বুঝিনি
           সেই চোখ কখনো কি সাহারার বুকে
             গম্ভীর মেঘের গর্জন শোনেনি ?
           পৃথিবীর পথে অনেক হেঁটেছি আমি
           এমন সুন্দর চোখ কখনো দেখিনি ,
        মণিমালা , তুমি কি ধূসর গোধূলির বুকে
          মানুষের হাহাকার কখনো শোননি ?


          মনে হয় সেই চোখ  নয় কোন মানবীর
     চোখের তারার মাঝে স্তব্ধ আছে ভোরের শিশির ।
              সেই চোখ জানে না তো ছল ,
               বর্ষণোন্মুখ যেন দুটি মেঘ
           প্রভাতে রবির মতো হাসে খলখল ।


*************************************************