**************************************
         আমার হৃদয় যৌবনেই দুর্ভিক্ষের বুকে জেগেছিল
          সর্বহারা মানুষের সাথে মিশে  একাকার হয়ে
                   সে হৃদয় আগুন চেয়েছিল ।
      যৌবনে ঝড়ের সংকেতে সেই দেহে আসেনি উল্লাস
          মরে গেছে সেইদিন সুস্থতার সকল আভাস ।  
         পূর্ণিমার রাতে হৃদয়ে আমার  আসেনি  ফাগুন ,
       সে শুধু ভালোবেসেছিল জ্বলন্ত উল্কার প্রচণ্ড আলোক
        প্রেম নয় চুমু নয় , চেয়েছে সে জ্বলন্ত আগুন ।
  এখনো দেখি প্রেমের দেহে ঘাস নয় ,শুধু আছে ক্ষুধার আঁধার
        মদন দেবতার বানে হয়নি সেদিন কামের সঞ্চার
                        যৌবনের দেহে ।

          আজো এ হৃদয় ক্ষুধার বুকে শুয়ে শান্তি পায় ,
             নিপীড়িত মানুষেরা  সেখানে এসে বলে
           "নিভৃতে দারিদ্র্যের বুকে শুয়ে কেন কবি ?
  হৃদয়ে তোমার কখনো দেখিনি কেন সুখ আর উল্লাসের ছবি ? "
        ধূসর গোধূলির বুকে আজো এ হৃদয় জানি কি  চায় ,
                 প্রেম প্রীতি সচ্ছলতা সুখৈশ্বর্য নয়
                 সে হৃদয় জ্বলন্ত আগুন খেতে চায় ;
               তারপরে ধর্ষিতার কোলে মরে যায় ।

*********************************************************