**************************************
              পৃথিবীর বুকে আজ মানুষ বেশি নেই
               অনেক অনেক কম ,শুধু আছে উট ,
               মরুময় পথে তারা হাঁটে বোঝা নিয়ে
              ক্লান্তি আসে দেহে মনে  হয় দিশাহারা  ;
          মনে হয় আজ এত উট কেন , মানুষ কাহারা ?
                    উত্তর পাইনি খুঁজে আজো  ।
            শুধু দেখি উটের গ্রীবার মতো রঙিন বাসনা
                  পৃথিবীতে একসাথে এসেছে কখন
      কাঁটা-ঘাস খেয়ে সেই সব উটের মুখে রক্ত ঝরছে এখন ।


     যেদিন তারা রক্ত ঝরছে দেখে কাঁটা ঘাস খাবে না এখানে
   সুন্দরের ধ্যান রজনীর নিস্তব্ধতায় প্রাণ ফিরে পাবে সেই ক্ষণে।
                 আজ দেখি মরুময় পৃথিবীতে উট শুধু
                বোঝা নিয়ে দিগন্তের পথে হেঁটে যায় ,
                উট সব মরে গেলে দেখবে সেদিন চাঁদ
             উটের গ্রীবার মতো কামনাও নিশ্চিন্তে ঘুমায় ।


***************************************