**************************************
         তোমার মাটিতে আজো মিশে আছে অশ্রু ও রুধির
            শহীদের কত রক্ত তোমার বুকের মাঝে ঢাকা ,
          মা তোমার দুঃখে সেদিন হয়েছিল যাহারা অধীর
        তারা নেই ,তোমার চোখের জলে তারা আছে আঁকা ।


            তোমার কান্না শুনে সেদিন যারা কেঁদেছিল
             বিসর্জন দিয়েছিল সুখ ,সঁপেছিল মনঃপ্রাণ ,
            তারা সংগ্রাম করে স্বাধীনতার দীপ জ্বেলেছিল
             শৃঙ্খল ভেঙ্গে দিয়ে গেয়েছিল জীবনের গান ।


       তারা চলে গেছে ,যারা আছে  ভোগলিপ্সু ,মৃতপ্রায় তারা
        ত্যাগের মন্ত্র ভুলে তোমার দেহ নানাভাবে ছিন্নভিন্ন করে ,
         শোষণ-ক্লিষ্ট হয়ে তুমি আজ হয়ে গেছ তাই দিশাহারা
        মনে হয়  পূর্ণিমার রাতে নয় , তুমি আছো অতল আঁধারে ।


****************************************************