*************************************
               পৃথিবী এখন চোরকাঁটাতে ঢেকে আছে
      একা এই অন্ধকারে কোথায় গিয়েছিলে সুরভি  আমার ?
      উদ্ভিন্ন যৌবনা তুমি একা এই অন্ধকারে যেও না কোথাও
                চোরকাঁটা  লেগে যাবে শাড়ীর আঁচলে ।
           ঐখানে অন্ধকারে কত বাঘ মেলে আছে থাবা  ,
       পূর্ণিমার রাতে কোথায় মিলিয়ে যাবে যৌবনের শোভা
                জানবে না কেউ , যেও না সুরভি
              ফিরে এস স্নান করে সেই নদী জলে ,
       চাই না আমি চোরকাঁটা  লেগে থাক শাড়ীর আঁচলে ।


     সময় সহজ নয়  জানো না তুমি ,তাই এত রয়েছে দুরাশা
   যে কোন সময় দেহে মনে ছেয়ে যাবে বেদনার অস্পষ্ট কুয়াশা ।
         কেন যাও একা একা নিশ্ছিদ্র রাতের দিকে চেয়ে ?
                   শত শত বাঘ মেলে আছে থাবা
               নিমেষে মিলিয়ে যাবে যৌবনের শোভা ।


                    এইখানে ফিরে এসো সুরভি আমার
   দেখাবো তোমাকে রূপসী অঘ্রাণের দেহে গর্ভিণী ধানের সম্ভার ,                                      
           সেইখানে খুঁজে পাবে হৃদয় আর যৌবন তোমার ।


**************************************