**************************************
                  কিছুই চাই না আর পৃথিবীর বুকে ,
       অনেক হেঁটেছি আমি রৌদ্রের ঘ্রাণ নিয়ে সকালে সন্ধ্যায় ।
        এখন সায়াহ্নে শুধু মানুষের  শত শত অসহ্য বেদনায়
          মিশে গিয়ে ভালোবাসা দিতে চাই ,আর কিছু নয় ;
          জানি আমি , জীবনের তাৎক্ষণিক রূপে সুপ্ত আছে
          নিদাঘের  পুঞ্জীভূত বেদনা কিংবা করুন হৃদয় ।


         অর্থ কীর্তি দেহ-সুখ সচ্ছলতা , কিছুই চাই না আর
          সব চাওয়া শেষ হয়ে গেছে ,এরপর শত বেদনার
           গন্ধ নিয়ে মুছে দিতে চাই মানুষের শোকাশ্রুধারা ;
             আমার মৃত্যুর পরে বলে যেন এখানে তাহারা
                     এসেছিল যে পাগল কবি ,
             কবিতার বুকে এঁকেছে সে অপার্থিব ছবি ।
          আজ আমি মানুষকে দিতে চাই শুধু ভালোবাসা ,
           সংসারের রণাঙ্গনে কতবার জ্বলে গেছে আশা
  হিসেব রাখিনি তার , এখন ঈশ্বরের কাছে চাই আমি এমন হৃদয়
     মানুষকে বুকে নিয়ে তাদের হৃদয় করে নিতে পারি যেন জয় ।


      শেষ চাওয়া এইটুকু রেখে যাবো কুয়াশায় অসুখের শেষে
   পথিক যেন শোকাশ্রু মুছে আমার শ্মশানের বুকে এসে বসে ।


*************************************