*************************************
      নারী , তুমি ফুল আর প্রেম ছাড়া কিছুই দিতে জানো না ?
                         ঐসব কোথায় দাও ?
     আমি দেখেছি মন্দিরের পাথরের মূর্তিতে ,প্রেমিকের হাতে
                ফুল প্রেম বৃথাই বিলিয়ে দিয়ে শান্তি পাও ।
তোমরা জানো না  প্রেম ফুল অনুপযুক্ত স্থানে দংশন করে বেশি ?
              কেউ যদি বিষ ,কুঠার , আগুন নিতে না চায়
                     ঐসব আমার হাতে দাও ।
      আমি কুঠারে কৃত্রিম প্রেম দেহজ কামনা ছেদন করে
                     জ্বলন্ত চিতায় শুয়ে যাবো ,
          ক্ষুধার বিষ গলাধঃকরণ করে নীলকণ্ঠ হবো ।


      নারী ,এতদিন মন্দিরের পাথরের মূর্তিতে প্রেমিকের হাতে
                যত ফুলমালা দিয়েছ সকালে সন্ধ্যায় ,
         আজ চেয়ে দেখো ভাঙ্গাচোরা সেই প্রেম বৃথা হয়ে যায় ।
        যারা প্রেমের কাঙ্গাল ,ঐখানে ছিন্নবস্ত্র পরে বসে আছে,
             প্রেম আর ফুলমালা ফেলে দাও ক্ষুধার্তের মাঝে ।
                ওরা প্রেমের কাঙ্গাল , প্রেম পায়নি বলে
                   ক্ষুধার আগুনে পুড়েছে কত রাত ,
                   দেখেনি প্রেমের উজ্জ্বল প্রভাত ।


          আমি শান্তি নিয়ে চিতায় শুয়ে যাবো , দেখে যাবো
    ওদের জন্য পৃথিবীর নারীর প্রেম , হাতে মালা ফুল আর ফল ,
          গভীর প্রত্যয় নিয়ে সেইসব প্রেমের কাঙ্গাল খুশি হবে
           খুঁজে পাবে স্বর্গীয় আনন্দে নারীর চোখে আসে জল ।


*************************************