*************************************
             এখন কথা দিলে কথা রাখতে হয় জেনে
      কথা দেওয়ার আগে ভ্রু কুচকে কিছুক্ষণ ভাবতে হয় ,
            কারণ শুধু কথা দিলে তো আর পেট ভরে না
                         মনও ভরে না ।
            আসে পাশে অনেক কথার মাঝে হারিয়ে যাই ,
                     অনেকেরই কথার ধার বেশি
          অনেকেই স্বার্থসিদ্ধির আগে সুকৌশলে কথা পাড়ে ,
          অনেকে পরনিন্দা করে বৃথাই কথা কাটাকাটি করে
                অনেকেই কথার কথা বলে চলে যায় ,
    অনেকেই ঘুরিয়ে কথা বলে মিষ্টি কথায় উপরে ওঠাতে চায় ।
            তাই এখন মানুষকে কথা দিলে জেগে ওঠে ভয় ,
বুঝেছি  ,মানবিক-বোধগুলি লোহার বর্ম দিয়ে ঢেকে রাখতে হয় ।


              এখন কথা দিলে কথা রাখতে হয় জেনে
        কথা দেওয়ার আগে ভ্রু কুচকে কিছুক্ষণ ভাবতে হয় ,
     কারণ অনেকেই স্বার্থসিদ্ধি না হলে এমন কথা শুনিয়ে দেয়
      মনে হয় সে আমাকে পিছন থেকে ঠেলে খাদে ফেলে দিল ,
                        আমার গলা টিপে চলে গেল
                      কেউ বলে  এই শালা আগুন
                  কেউ কথা বলে শান্তিজল ঢেলে দেয় ।
        
             তাই এখন মানুষকে কথা দিলে জেগে ওঠে ভয় ,
বুঝেছি , মানবিক-বোধগুলি লোহার বর্ম দিয়ে ঢেকে রাখতে হয় ।


**************************************