*************************************
            আমার শয্যায় উপাধান আজ শূন্য পড়ে আছে
    চলে গেছে সেই নারী ,সেখানে পড়ে না আর চাঁদের আলোক,
           আঁধার ঘনিয়ে এলে সেই উপাধান হৃদয়ে জাগায়
           কবেকার ফেলে আসা সুখ আর আজকের শোক ।


                 মনে হয় আজো যেন পাশে শুয়ে
       সেই নারী দেহের উত্তাপ দিয়ে কথা বলে রোজ,
                জানি আমি , এ শুধু মনের ভ্রম
         উপাধান পড়ে আছে , প্রতিভা হয়েছে নিখোঁজ ।


              সব নারী চলে যায়  প্রেম দেহ দিয়ে    
              হাহাকার করে পৃথিবীর সব উপাধান ,
              নারী ও পুরুষ চলে যায় ফেলে দিয়ে
            হৃদয়ের সুখ আর আনন্দের সব উপাদান ।


          তবু কেন মনে হয় কোন এক রাজকন্যা রাতে
            আমার পাশে শুয়ে থাকে সেই উপাধানে ?
         সারারাত দেহ-সুখ দিয়ে আবার সে চলে যায়
            হয়তো বা নির্জন দ্বীপের কোন-খানে ।


         জীবনের সব রঙ মুছে যায় করে না আর ঝিলমিল
                পড়ে থাকে পৃথিবীতে শূন্য উপাধান ,
           সেখানে মাথা রেখে প্রেম আর বলে নাতো
           এইখানে শুয়েছিল  সুখ আর আনন্দের ঘ্রাণ ।


*************************************