**************************************
      এতদিন আছি তবু মনে হয় শহরের কীটদষ্ট মানুষের মন
   আমার কাছ থেকে দূরে আছে ,অনেক অনেক দূরে সরে আছে ।
            মানুষেরা এইখানে বৃথা খুঁজে মরে মৃগনাভি
                ওরা কেউ হৃদয়ের সকাল দেখেনি ;
                  কেমন ফুলের গন্ধে ঘুম আসে
              ওদের চোখে সেই ঘুম কখনো আসেনি ।
     যে  মানুষটি পাশের ফ্ল্যাটেই থাকে অথচ চেনে না তাকে
              কথাও বলেনি কোনদিন ,দূরত্ব অসীম  ;
            শুধু কাজ আর ভোগের সাগরে একা একা
            ডুবে গেছে তারা কোন এক অতল আঁধারে
                     সুখ নেই সেই পারাবারে ।


   গ্রাম যেন সবুজ জীবনের স্পর্শ দিয়ে অনেক অনেক কাছে আছে    
      সেখানের মানুষ স্বার্থ ছেড়ে অকাজের মাঝে আজো থাকে,
       এখনো তারা সকলের খোঁজ রাখে ,আছে তাহাদের হুঁশ
         সাত পুরুষের ইতিহাস বলে দেবে যে কোন মানুষ ।
      সেখানে বাদল আসে সোঁদা গন্ধ নিয়ে ,আনে কেয়াফুল
        সন্ধ্যা আসে ধীরে পায়ে পিঠে তার যেন এলো-চুল ।
    গ্রাম ও শহরের মানুষের  এই অমিল চিরকাল থেকে যাবে ,
       দূর কখনো কাছে আসবে না মরে যাবে হৃদয় নীরবে ।


                     এখনো একা একা দেখি আমি
            নিষ্প্রদীপ সন্ধ্যা  নামে শহরের বুকে যেন রোজ ,
       মঙ্গল-শঙ্খ বেজে ওঠে গ্রামে ,পায় তারা হৃদয়ের খোঁজ ।


*************************************