সেদিনের মেয়েটি আজ আর নেই
মিশে গেছে কবেকার ভোরের শিশিরে ,
সব নদী স্ফীত হয়ে সমুদ্রে এসে মিশে
পৃথিবীর সব মেয়েও পাটিগণিতের শেষ অঙ্কটি করে
অনেক রাত জেগে প্রৌঢ়া হয়ে কোন খানে আসে  ?


সেদিনের মেয়েটিও আজ আর নেই
তার নির্ঝরের মতো হাসিতে শুনিনি নূপুর নিক্বণ ,
সব প্রভাত যেমন ম্লান হয়ে রাতের গর্ভে হয়ে যায় লীন
সেদিনের মেয়েটিও প্রৌঢ়া হয়ে অন্ধকারে হয়েছে বিলীন ।
সে আজ নেই ,এই দেহে মিশে আছে ঘ্রাণ
তার লোল চর্মে আর আমি শুনব কি যৌবনের গান ?


**************************************