****************************************
যখন চলিয়া যাব পৃথিবী থেকে হয়তো সেদিন আমি ব্যথা পাব
মনে হবে আরো যদি কিছুদিন দেখিতাম পৃথিবীর আলো
ভেবে ব্যথা পাব ,মনে হবে সুরভির পায়ের নূপুর নিক্বণ আরো শুনে যাব ;
সেদিন অশ্রুকণা শোনাবে আমাকে  ,পৃথিবীর সব ছিল ভালো ।


মনে হবে সেই লাজুক মেয়েটি কোনদিন আর এখান কী যাবে নেচে ?
গর্ভিণী ধানের বুকে আর আমি রাখিব কী হাত কখনো সকালে ?
সব ছেড়ে যেতে হবে ভেবে জীবিত থেকেও থাকব না বেঁচে ;
মনে হবে অন্ধ ভিখারি তার ঘরণীর হাত ধরে আসবে কী কখনো বিকেলে ?


ছেড়ে যেতে হবে ভেবে সকল সুখের চিন্তা মিশে যাবে এই কুয়াশায়
কখনো দেখিব না বকের দল উড়িতেছে সুনীল আকাশে ,
মৃত্যুর আগে হেসে যেতে চাই আমি , হাসিব কী সেই নিরালায় ?
সেইক্ষণে ব্যথা আমি পাব ভেবে সুরভির মুখ যদি ভাসে ।


****************************************