**************************************
কানাই , তুমি আজ একা কেন রয়েছ দাঁড়ায়ে ?
ঘরণী কোথায় ?স্থবির পৃথিবী আছে শুয়ে
ধূলিঝড় এইখানে বয়ে গেছে কতবার ,
শুধু দু মুঠো চাল ছাড়া আর কিছু হিসেব নেবার
নেই তো সময় তোমার ।
ঝড়ে উড়ে গেছে শুকনো পাতা ,
দৃষ্টিহীন তাই তুমি বন্ধ করে বসে আছো জীবনের খাতা ।
স্থির হয়ে ঘরণীর অপেক্ষায় রয়েছ দাঁড়ায়ে
দেখিতে পাও না তুমি স্থবির পৃথিবী আছে শুয়ে ?


এই পৃথিবীর কত শত রূপ
দেখনি কখনো ,লাঠি ধরে হয়ে আছো চুপ ।
তোমার দু মুঠো চাল শুধু চাই ,
জানিবার চাহিবার আর কিছু নাই ।
বিপজ্জনক বাস চলে গেছে ,থেমে আছে ট্রাম
তুমি কী দেখেছো ? শুধু জানো ফিরে যেতে হবে নিজ গ্রাম ।


সেখানেই যাবে ফিরে , বন্ধুর পথে কতদিন হয়েছ বেহুঁশ
জানছ না পৃথিবীতে রোজ কত মরছে মানুষ ।


*************************************