*************************************
মানুষ রয়েছে বেঁচে ,আছে নদী পাখি ঘাস , ফুল আর ফল
সকলে দেখছে পৃথিবীর যে ছবি ,আমিও তাই দেখি নাকি ?
অন্য এক ছবি দেখি দিব্যদৃষ্টি নিয়ে ,
নাদির শাহ তৈমুরের ঘোড়া ছুটে গেছে যেই পথ দিয়ে
সেই পথে উড়ে গেছে ধূলি
অন্য ছবি দেখি আমি হৃদয় দ্বার খুলি ।
দেখিতেছি পৃথিবী শূন্য আজ ,মানুষেরা মরে আছে কবে
পৃথিবীতে কিছু নেই ,চারপাশে জল আর জল ,
এইখানে নদী ঘাস নেই ,নেই পাখি ফুল আর ফল ।
অশোকের সিংহাসন ভাসমান সমুদ্রের জলে
চণ্ডাশোক হত্যাকারী নয় ,
হয়তো তারই অঙ্গুলি হেলনে মানুষকে চলে যেতে হয় ।


পৃথিবীতে অন্য ছবি দেখি আমি দিব্যদৃষ্টি নিয়ে
এখানে হত্যাকারী বলে কেউ নেই,
মানুষ মানুষকে হত্যা করতে পারে না ।
চেঙ্গিস খানের আদেশে শত শত বন্দীকে হত্যা করেনি কেউ,
তাহলে কী ইতিহাসে ভুল লেখা আছে ?
প্রলয়ের সৃষ্টিকারী ,হত্যাকারী অন্য কেউ আড়ালে রয়েছে ?
হয়তো তারই তুলিতে মানুষের ছবিগুলি আঁকা হয়ে আছে ।


আমি দেখি পৃথিবীর অন্য এক ছবি
দেখছি বেলাল সেনের মতো দিব্যদৃষ্টি নিয়ে ,
কুরুক্ষেত্র রণাঙ্গনে যোদ্ধারা মারেনি কাউকে
সব আগে মরে আছে কিছু নেই বাকি ,
সুদর্শন চক্র শুধু ঘুরছে একাকী ।


*************************************