************************************
মানুষ রয়েছে ব্যস্ত ভোগের জগতে  ,অর্থ আর কাজে মত্ত তারা ,
কোকিল আর সুমিষ্ট সুরে কেন ডাকে শিমুলের ডালে ?
এইখানে মানুষেরা ব্যস্ত আছে ,ফুল মিছে চুমু দেয় কপোলে কপালে ,
এখন আর যুবতী চাঁদের আলোয়  মায়াময় রূপ দেখে কারা ?
পৃথিবীতে সব আছে , সুন্দর এখনো হাসে নির্জন প্রান্তরে ,
কে দেখিবে সেই সব ? কেউ নেই সুন্দরের ধ্যানে মগ্ন বসে
কেন আর ফুল আজ গন্ধ বিলিয়ে দিয়ে বৃন্ত থেকে খসে ?
মানুষ রয়েছে ব্যস্ত ,কাজে  কামনায়   প্রতি ঘরে ঘরে ।


অথচ আজও সুন্দর আছে ,মানুষের মনগুলি ঢেকেছে কুয়াশা ,
সুন্দরের ধ্যানে মগ্ন যে   সেই   জ্যোৎস্নার বুকে মরে যেতে চায় ,
ব্যস্ত থেকে নানা কাজে  যারা মেটাতে চায় ভোগের পিপাসা
তারা কেবল কাজ আর অর্থ নিয়ে অন্তিম লগ্নে কী আর পায় ?
যারা  ভালোবাসে নদী ঘাস ফুল পাখি জোনাকির আলো
তারাই বুঝেছে অকাজের মাঝে নিভৃতে একা মরে যাওয়া ভালো ।


**************************************