( ছোট ভাইয়ের মতো যাকে আমি ভালোবাসি ,যার কবিতায় ঝরে  পড়ে
সৌরভ , ছন্দরসিক আমার সেই  প্রিয় কবি স্বপন কুমার
  মজুমদারকে কবিতাটি উৎসর্গ করলাম । )
**************************************
   দিন আমার ফুরিয়ে এলো আসছে খেয়া কই ?
  আপন মনে বিজন বনে তাইতো আমি রই ।
          পরাবে না কেউ গলায় মালা
         সাজাবে না কেউ বরণ ডালা
জীবন শেষের আসবে খেয়া ব্যাকুল আমি হই ।


  অনেকদিন তো আছি ধরায় করেছি অনেক খেলা ,
    মায়ের মুখ পড়ছে মনে ডাকছে ছেলেবেলা ।
             এবার আমি যাবো ছাড়ি
              ভবসাগর দেবো পাড়ি
   আসবে খেয়া করবে না সে মোটেই অবহেলা ।


   জীবন শেষের দিনগুলিতে হাসতে আমি চাই
   ছোট্ট খেয়া কাউকে নেবার জায়গা বেশি নাই ।
             এ জীবনের দেয়া নেয়া
            শেষ করতে আসবে খেয়া
    একলা আমি আপনমনে বিজন বনে তাই ।


        সুরভি সেদিন থাকবে কি আর কাছে ?
        মহামায়ার  বাঁধনটুকু শক্ত জানি আছে ।
              তবু যেতে হবে সেথায়
           বাড়ি আমার আছে যেথায়
   কাঁপছে হৃদয় চোখ দুটিতে অশ্রু গড়ায় পাছে ।


**************************************