**************************************
বহুকাল ধরে এক পায়ে হাঁটছি আমি
সৃষ্টির আদিম রহস্যকে জানবো বলে
অনেক গভীর রাতে এক পায়ে হেঁটেছি এতদিন ।
নদীর শান্ত রূপও মনে হয়েছে কতবার
স্থির হয়ে বসে থাকা যেন কোন পাখি
বুক পেতে দিয়ে বসে আছে আচমকা গুলির আঘাতে
মরে যাবে বলে ;
এইখানে বেঁচে আছে মানুষেরা বহুকাল শুধু ছলেবলে ।


আর একটি পা ভেঙ্গে যাবার আগেই
হে ঈশ্বর ,আমাকে চিনে নিতে দাও পৃথিবীর মানুষের শান্ত চেহারা ।
আমি বহুকাল ধরে এক পায়ে হাঁটছি শুধু
ভুলে গেছি সব আশা একদিন মুছে যায়
হেঁটেই চলেছি আজো  এক পায়ে ডুবে যেতে আসন্ন সন্ধ্যায় ।


***************************************