+++++++++++++++++++++++++++++++++++
দু একটি মানুষ হাঁটে নির্ঘুম চোখে নির্মানুষ পৃথিবীর বুকে
তারাই দেখেছে আদিম পুরুষেরা ধরেছে তাদের অর্বাচীন ঘরণীর হাত
সংসারের মাঝে স্থবির হয়েছে সুখ ,
মৃতপ্রায় হয়ে আছে বাসনার অতৃপ্ত অসুখ ।
আমরা যা কিছু দেখি তা সত্য নয় ,
দু একটি মানুষ দেখেছে ভোগের অসারতা
সুখস্বপ্ন আনে শুধু ভয় ।


দু একটি মানুষ হাঁটে ,তারা কেন গান গেয়ে যায় ?
রাতের গর্ভেও তারা প্রভাতের রূপ খুঁজে পায় ।
তারা ভাবে ভেষজ ছায়ার মতো ক্ষয় নামে রোজ,
দেখেছে আঁধারের জ্যান্ত মুঠোয়
যুবতী চাঁদের মতো অর্বাচীন নারী সব জ্বলে গিয়ে হয়েছে নিখোঁজ ।


+++++++++++++++++++++++++++++++++++