*************************************
আমার শরীর ছুঁয়ে বার বার উঠে আসে প্রেম আর ভাত ,
মায়াবী নদীর বুকে অজস্র ঢেউয়ের রূপ নিয়ে
ঢেউগুলি আছড়ে পড়ে হৃদয়ের বেলাভূমি করছে প্লাবিত
রক্তাপ্লুত সন্ধ্যা এসে মুছে দেয় হৃদয়ের সোনালি প্রভাত ।


প্রেম নয় ভাত আজো নিদাঘের বুকে কারা ভালোবাসে?
সকলেই বলে গেল প্রেম নয় ভাত শুধু চাই
পাখিরাও উড়ে এসে শোনালো  ভাতের কূজন
দেখিলাম দু মুঠো ভাতের প্রেম হৃদয়ের কাছে বড় আসে ।


পিঙ্গলা নাড়ির গতি রুদ্ধ করে বসে আছি আমি বহুকাল ,
প্রেম কী মুখোশে আসে ?ভাত কী পড়েছে ধুলায় ?
জানি আমি ,পাখিরাও ভাতের আশায় বসেছে কুলায়
নিয়মাধীন পথে দেখা পেয়েছি আমি প্রেম আর ভাতের কাঙ্গাল ।


পাথরের বুক চিরে দেখেছি সম্রাট অশোকও হয়েছে নীরব  ,
সব ব্যথা গায়ে মেখে প্রেম আর ভাত নিয়ে বসে পথ মাঝে
রাজমুকুট খুলে দিয়ে পেয়েছে সে প্রেমের শরীর
আমি দেখি ক্ষুধায় দুর্বল চাঁদ প্রেম নয় ভাত খেয়ে হয়েছে সরব ।


**************************************