**************************************
কত বেশি ঘৃণা পেলে মন ডুবে যায় সাহারায়
মানুষ জানে না আজো , তাই কামনার বিষাক্ত চুম্বনে
মন তার জঞ্জালের স্তূপে নির্বিষ সাপের মতো নিভৃতে ঘুমায় ।
এইখানে রোজ দেখি পড়ে আছে কতশত লাশ ,
মেকি ভালোবাসা পেয়ে সেইসব স্থবির মনন
পঙ্গু হয়ে জীবনেরই করে সর্বনাশ ।
আমি দেখেছি শরীরের স্বাদ কিছু মরে গেছে বিবেকের জ্বরে
ঘৃণা এসে দাঁড়িয়েছে শূল হস্তে জীবনের দ্বারে ।


সব তূন শূন্য করে যৌবন মরে যায় স্থবিরত্বে যেদিন একাকী
বৃথা হয় ক্ষোভ কিছু সম্পদের সম্ভার নিয়ে জীবনের সুখের সকালে
মানুষ বুঝতে পারে জীবনের অভিনয় , সংসারের ভালোবাসা মেকি ।
তারা সব খসে পড়ে ,চাঁদও যেদিন স্থিতিশীল বোধে অশ্রু-রেখা আঁকে
সেদিন দুঃখ আর ঘৃণাগুলি মানুষকে পৌঁছে দেয় অবিনাশী জীবনের বুকে ।
***************************************