*************************************
আমি কবি কিনা বুঝতে পারি না
তবে এটুকু বুঝি নিদাঘের বুক চিরে যখন বেরিয়ে আসে
জলাশয়ের উত্তপ্ত নিঃশ্বাস তখন আমি জেগে উঠি ,
দেখি  মানুষের চোখের জলে গড়ে ওঠে সভ্যতার ভিত
গড়ে ওঠে দেব দেউল অট্টালিকা ,মাঠ ভরে সবুজ ফসলে ।
তবু  মানুষ বন্দী আছে পৃথিবীর রুদ্ধ কারাগারে
কিংবা কাঁদছে পথে দিন রাত গুমরে গুমরে ।


আমি কবি কিনা বুঝতে পারি না
তবে এটুকু বুঝি অভুক্ত মানুষের যত শোকোচ্ছ্বাস
আমার হৃদয় দ্বারে করাঘাত করে বার বার ,
তখন আমি জেগে উঠি , বুঝতে পারি কবিদের ঘুম ভাঙ্গাবার
অভুক্ত মানুষগুলি  নিয়েছে শুধু ভার ।
তাদের মতো অভুক্ত থেকে অনুভব করেছি হৃদয়
জেনেছি পাষাণের বুকে কবিদের অশ্রুকণা ঝরেছে নিশ্চয় ।


আমি কবি কিনা বুঝতে পারি না
তবে এটুকু বুঝি কতশত কবিতার মতো ব্যথা এসে
আমার হৃদয়ে সঙ্গোপনে কতবার ঢেউ তুলে মিশে ।
অহেতুক আনন্দের বুকে জেগে ওঠে ব্যথার অসুখ
দেখি আমার ভিতরে অন্য এক মানুষের মুখ ।
মনে হয় কবি শুধু জানে রোদ পড়ে গেলে আসবে বিকাল
নারীর জরায়ু থেকে জন্ম নেবে এক একটি ফুটন্ত সকাল ।


*************************************