***************************************
আমি আগুন খেয়েছি ফুল ও নারী দূরে রেখে এতকাল
দেখেছি জীবন আমার শুধু যেন বিভীষিকাময় ,
কালের ঘূর্ণিঝড়ে পৃথিবীর মলিনতা সব উড়ে যায়
ফুল ও নারী থাকে জীবনের মাঝে অজর অক্ষয় ।
পৃথিবীতে যতদিন শোনা যাবে প্রেম আর জীবনের গান
ততদিন ফুল আর নারী পাবে মানুষের মাঝে বিশেষ সম্মান ।


হুতাশনে দগ্ধ হয়ে জীবন আমার হয়ে গেছে দুর্বিসহ
ফুল ও নারী পারত দিতে জীবনের অন্য এক রূপ ,
যেখানে পাথর আছে সেখানেও নারী দেয় কাজলের টিপ
ফুলের সুৌরভে দেখি জীবনের ঝড় ঝঞ্ঝা হয়ে আছে চুপ ।  
যতদিন  দেখা যাবে জীবনে রয়েছে  ফুল আর নারী
ততদিন কোষমুক্ত হবে না কখনো  দম্ভের তরবারি ।


***************************************