***************************************
         আর কতদিন পৃথিবীর বোঝা হয়ে থেকে যেতে হবে
            এইখানে অন্ধকারে অঘ্রাণের মাঠের ভিতর  ?
        যে সব হলুদ পাখি কুয়াশায় মেলেছে তাদের ডানা
                কবেকার রোদ ঝড় মেঘের উপর
               তারাও আজ বলে না কোন কথা ,
       দেখে শুধু অস্তমিত হয়ে গেছে জীবনের সুখের সবিতা ।
        পৃথিবীতে এতদিন বেঁচে থেকে যা পেয়েছি ব্যথা
         একা আমি নিয়ে যাবো , তারপর রাত্রি নেমে এলে
          শুধবে  হয়তো প্যাঁচা একা বসে শিমুলের ডালে
         পৃথিবীর বোঝা হয়ে কেন বেঁচে আছি এতদিন ?
    মানুষের দুঃখের ঘ্রাণ পেয়ে অশ্রু ঝরেছে কী কোনদিন ?
        তাদের ভালোবাসা দিয়ে মরেছি কিনা কোনদিন
এসব প্রশ্নের উত্তর দিতে দিতে হয়তো বা কেঁপে যাবে অন্তরাত্মা ,
                কেঁপে যাবে সুরক্ষিত আকাঙ্ক্ষার ঘর ;
                বুঝেছি পৃথিবীর বোঝা হয়ে থাকা মানে
            মৃত্যুর আগে বার বার মরে যাওয়া ধুলার উপর ।


************************************