আর আমি দেখবো না কোনদিন
ধান কাটা হয়ে গেলে পড়ে থাকে খড় ,
জানবো না কোনদিন  
জীবনের মাঝে কেমন থেমে যায় ঝড় ।
দেখবো না মাঠের ভিতরে ঘাস আর শিশিরের জল
খেলা করে , প্রভাতের হাসি দেখবো না কোনদিন ।
পাহাড়ের প্রাকারে আমি আছি বহুদিন
এখানে অনেক কষ্টে যেন বলছে বাতাস
দিকে দিকে আজ মানুষের ওঠে নাভিশ্বাস ।


আমার জীবন চলে গেছে সন্তানের চুমু খেতে খেতে
চলে গেছে গৃহস্থালি পাহারা দিতে দিতে ।
বিষণ্ণ সন্ধ্যায় আজ  ওপারের ডাক শুনি
কেটে গেছে সম্পদের মোহে বিনিদ্র রজনী ।
আর আমি দেখবো না কোনদিন
দামাল শিশুর হাতে খেলছে ফড়িং ,
দেখবো না হাসি নবান্নের গন্ধ ভরা আকাশের বুকে
দেখবো গোধূলি-বেলায় বিদায়ের বাঁশি অশ্রু-রেখা আঁকে ।


কোনদিন দেখবো না পাড়াগাঁর মেয়েদের হাত ধরে রাত
শুধু মুমূর্ষু মানুষ হয়ে থেকে যাবো , দেখবো না উজ্জ্বল প্রভাত ।


**************************************