ধান কাটা হয়ে গেছে  ,একা আমি মাঠে
শিশিরের জল ধানের ডগায় লেগে আছে
আমি দেখি ধান, ধানও বুঝি দেখেছে তখন
নিশ্ছিদ্র রাতের বুকে , শূন্যতায় ডুবেছি এখন ।
এই সব দেখেছি আমি অঘ্রাণের রাতে ,
খেলা করিয়াছি আমি শিশিরের জলে রোদে
সেদিনের উজ্জ্বল প্রভাতে ।
সেদিন আমার কাছে শুয়েছিল উষসী আকাশ
দেখেছি ধানের ডগায় খেলেছে বাতাস ।
ছোট মাছ ধরিয়াছি ,খেলা ছেড়ে শুয়ে গেছি খড়ে
জলে কাদায় খেলিয়াছি বর্ষণ মুখর আষাঢ়ে ।


মানুষ দেখেছি আমি  ,পেয়েছি বেদনার ঘ্রাণ
সেদিনের মুখর  প্রাণে সরলতা ছিল তো অম্লান ।
মানুষের অনেক কাছে এসে দেখেছি আমি
মানুষ আলতো পায়ে কখন গিয়েছে দূরে সরে ,
এই সব দেখেছি আমি একা বসে নিবিড় আঁধারে ।


******************************