তার সঙ্গে এখন আর দেখা হয় না বাস স্টপে
জনারণ্যে বিচ্ছিন্ন শহরে ,
এক সময় রোজ বাস স্টপে দেখা হত
এখন আর দেখা হয় না  রুটিন মাফিক ।
কিন্তু এই খোঁজ কেন ?
তাকে আমি বলিনি ভালোবাসি
হৃদয়ের নিভৃত অন্তঃপুরে বসি
কখনো  করেনি ব্যাকুল তার চুল সেই কালো ফুল ,
তবু কেন সেই মেয়ে করেছে আকুল ?
খোঁজ করি প্রতিদিন ,দেখা আর হয়নি কখনো
তবু জনারণ্যে বিচ্ছিন্ন শহরে তার খোঁজ করছি এখনো ।


মনে হয় অন্য কোনখানে সে এখনো দাঁড়িয়ে একাকী
সেখানে  গেলে  চিনে নেবে সে কী ?
রোজ শুধু দেখা হত ,কোন কথা কখনো বলেনি
তবু রোজ খুঁজি তাকে সকাল দশটায় ,
বসে থাকি বাস স্টপে তার প্রতীক্ষায় ।
মনে হয় আরো যদি তার সঙ্গে দেখা হত
ভালোবাসা নয় ,নয় কোন হৃদয়ের দাবী
খোঁজ পেলে শুধু বলতাম কী নাম তোমার ?
বহুদিন দেখিনি তো আর !


*********************************