ঐ পিচ-গলা রাস্তাগুলো মায়ের কষ্টে চোখের জল ফেলে
কত দুঃখ মায়ের রাস্তাগুলো জানে ,
ওরা মায়ের কান্না আজো শুনে ।
যেদিন রাস্তায় মায়ের শিশুটি প্রসব হল
সেদিনও ঐ ধোঁয়াটে কলকাতা কাজে ব্যস্ত ছিল ,
পিচ-গলা রাস্তাই মায়ের কান্না
সদ্যোজাত শিশুটির কান্না শুনে কেঁদেছিল ।
আজো শুনি রাস্তায় কান পেতে কারা কাঁদছে
মায়ের দুঃখ দেখে গাছ ও রাস্তার সেই কান্না ,
মায়ের কত কষ্ট তবু সে কখনো কাঁদে না  
কাঁদতে জানে না ,
শত কষ্টেও তার কাঁদা চলে না ।
আমি দেখি বড় ব্যস্ত শহর,ঘুমন্ত মানুষ
শুধু ভোগ ছাড়া নেই তার হুঁশ ।
আজো মায়ের কষ্ট দেখে কাঁদছে রাস্তাগুলি
মানুষ নয় ,রাস্তাগুলো বুঝেছে
মায়ের কষ্ট কাউকে বোঝানো যায় না
তার দুঃখ প্রকাশ করা চলে না ।
কাজে ব্যস্ত কলকাতা ,শুধু মায়ের কষ্টে
রাস্তাগুলির কান্না ভেসে আসে ..................।


*********************************