এখনো সেই জীবনের খোঁজ করি নিশিদিন
পথে ঘাটে খুঁজে মরি আমি বারোমাস ,
যেখানে কখন সব শান্তি থেমে গেছে
সকলে পায়নি সেই শান্তির আভাস ।
আমি চাই উলঙ্গ শিশুর মতো সে জীবন
যে জীবন নরম নরম যেন ঘাস ,
সংসারের ঢালু পথে গড়িয়ে চলেছি আমি
শুনছি আজ ক্লেদাক্ত জীবনের শুধু পরিহাস ।


বুকের পাথর সরে গেলে কোনদিন
পেয়ে যাবো সরল জীবনের  মাধুর্য নির্যাস ,
চিনে নেব জীবনের বুকে খেলা করে
শিশুর মতোই  নরম নরম কচি ঘাস ।


*************************