বেদনার কশাঘাতে জর্জরিত হৃদয় আমার
দেখি আজ সব সুখ বেদনায় হয়েছে নিথর ,
সহস্র কাজের মাঝে এখনো ঘুমায় নারী
কেউ দেখেনি তার গায়ে কত জ্বর ।
সকলে যেমন দেখে আমিও তাই দেখি নাতো
তাই আজ অশ্রুকণা ঝরে পড়ে নারীর অঞ্চলে ,
নারী তো বলে না কিছু ,কাজ করে শুধু
গভীর বেদনা তার ভেঙ্গে যায় এখনো বিরলে ।
চিরকাল আঘাতের বুকে  নারীমন হয়েছে নীরব
শরীরে  তাদের জ্বর  নয় অনুপম প্রেমের মতন ,
কালের কষ্টের গর্ভে বেঁচে থাকে  সব নারী
বলে যেন দুঃখে সয়েই তাদের সুখের মরণ ।
আমার চোখের ঠুলি খুলে গেছে তাই দেখি নারী ভুগে জ্বরে
তাদের অশ্রুকণা বার বার সিক্ত করে নিভৃতে আমারে ।


*************************************