ভালো আছি কিনা জানতে চেও না
সোজা পাহাড়টার দিকে আঙ্গুল দেখিয়ে দেব ,
ভালো নয় মন্দ নয় স্থির হয়ে আছি ।
অনেক আঘাত পেয়ে আরো আঘাতের বুকে
স্থির হয়ে থাকতে চাই পাহাড়ের মতন বিস্ময়ে ।
তবু রোজ হানা দেয় হৃদয়ে আমার
পৃথিবীর যত ঠুনকো সুখ ,
আমি থাকি সেই সব সুখের আড়ালে
কাঁটার উপরে পেতে দিয়ে বুক ।
ভালো নয় মন্দ নয়,সুখ নয় দুঃখ নয় ,
তার পরপারে যে শান্তি রয়েছে আজো পাহাড়ের মতো
আমি তার করি অন্বেষণ ,
পৃথিবীর বুকে যত দুঃখ ফলে আছে
প্রেমিকা ভেবেই তাই  দিয়েছি চুম্বন ।


ভালো আছি কিনা জানতে চেও না
সোজা পাহাড়টার দিকে আঙ্গুল দেখিয়ে দেব
দেখিয়ে দেব মানুষের শান্তির মরণ ,
পাহাড়ের মতন বিস্ময়ে স্থির থেকে
আমি তার করি অন্বেষণ ।


*********************************