একটি চড়ুই এসে বসেছিল বাতায়ন পাশে আমার বিছানায়
ঠোঁটে  তার কাঁপছিল জীবন্ত ফড়িং ,
পাখিটি বিষণ্ণ বলে মনে হল কেন ?
অথচ ফাটা ডিম দেখে মৃত ছানাগুলি দেখে
এত বিষণ্ণ হয়নি কখনো ।
আজ আসেনি নিয়ে আকাশের বিশাল চেতনা বনের মর্মর
এতদিন ছিল হৃদয়ের আবেগ দুর্মর ।
মনে হল জীবন্ত ফড়িং মুখে সে  ম্রিয়মাণ
সঞ্চয়ের ভারে তার হৃদয় বেপমান ।
অমেয় আকাঙ্ক্ষা সে এতদিন রেখেছিল আকাশের বুকে
পাখিটি তাই আনন্দে উড়েছিল ,
আজ কেন নেই তার সেদিনের বিলোল নয়ন ?
কোথায় হারালো চঞ্চুপুট তড়িৎ চুম্বন ?
তাহলে আমিও কী এতদিন পাখিটির মতো বিষণ্ণ থেকে
বাসনার বুকে মরে গেছি ? আর কী পাবো এ জীবন ?


মনে হল বিষণ্ণ চড়ুইয়ের মতো
আমিও মুখে নিয়ে বসে আছি জীবন্ত ফড়িং  ।
নিজেকেই বলি আজ তোরে শত ধিক
ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রের বুকে আমি এক বিষণ্ণ নাবিক ।


**************************************