হে নিষাদ , এরপরে মায়ামৃগ দেখে ছুটে যাও
পশু পাখি মেরে নাকো তুমি ,
কিংবা আমার বুকে সব তীর বিদ্ধ করে দিয়ে
শূন্য করো তূণ নির্বাক সময়ের বুকের উপর ;
কোন ব্যথা হবে না আমার ক্ষতের ভিতর ।
তুমি  বহুকাল ধরে শুয়ে আছো নির্মম সময়ের বুকে ,
কখনো ঝরেনি অশ্রু মৃত পশু পাখিদের শোকে ।
তোমার হদয়ে যদি না জাগে মমতা
কে আর পৌঁছে দেবে তাদের কাছে দয়া আর প্রেমের বারতা ?
হে নিষাদ , এখন আর হত্যা নয়
প্রেমে বিদ্ধ করো তাদের হৃদয় ,
তুমি তো জেনেছ পৃথিবীর বুক থেকে নিষাদকেও চলে যেতে হয় ।


তোমার চোখের জল দেখে আমি মরে যাবো
সব দুঃখের হবে অবসান ,
দেখে যাবো নিষ্ঠুর নিষাদ নিষেধ মেনেছে
প্রেম আজ হয়েছে অম্লান ।


********************************