আমার বুকেই যত কাঁটা  ?
আমার প্রেমেই শুধু কাঁটা ?
কিন্তু কেন ? সকলের মতো সম্ভোগের বুকে
রাখিনি আমার দুটি হাত
তাই এত কাঁটার জ্বালায় রক্তাক্ত আমার জীবন ;
মুনিয়াও ফিরে গেছে সাথে নিয়ে উদ্যত উদ্ধত দুটি স্তন ।
নদীর বুকে ভাসমান শেওলার মতো চেয়েছি জীবন ,
কতকাল ধরে দেহ-সুখে আছি নির্বিকার
মুখ ভেংচে আছে সুখ চারপাশে নিয়ে অন্ধকার ।
সম্ভোগের মাঝে কাঁদিবে না জীবন আমার
ভোগ নয় ত্যাগ আজো টানে বারংবার ।
মুনিয়াও দেখেছে সম্ভোগ বিরোধী এক উদাসী পথিক
হেঁটে যায় দিগন্তের পথে
অজস্র কাঁটার জ্বালায় ক্ষত বিক্ষত তাহার জীবন ,
তাই আর আসেনি মুনিয়া মৃত এই পুরুষের কাছে
সাথে নিয়ে উদ্যত উদ্ধত দুটি স্তন ,
অনীহার বুকে কাঁদে অশ্রুসিক্ত উদাসী রমণ ।


*********************************