গলা পর্যন্ত খেয়েছ মদ এতদিন বসে নিরালায়
তুমি-তো সামান্য মাতাল নও ,
আমরাও খেয়েছি মদ সম্পদের এইখানে বসে কতদিন
শুধু দেখিনি তোমার মতো মেঘের বুক চিরে
রোদ আসে নেমে ,দেখিনি কখনো হাসি
নিষ্প্রদীপ নির্জন সন্ধ্যায় ।
বিভব কভু বাঁধেনি তোমায়
তাই তুমি উন্মাদ মাতাল ,
বার বার শুনি কার পদধ্বনি
তুমিই দেখেছো শুধু ফুটন্ত সকাল ।
দেহ-সুখ পৃথিবীর সব সুখ করে পদানত
মাতাল হয়েছ তুমি বসে নিরালায়
পৃথিবীকে হাতের মুঠোয় ভরে নিয়ে গেলে ,
চলে গেলে সকলকে কাঁদিয়ে একা একা
জানি আমি  ,উদাসী পৃথিবী কখনো পারবে না
ঢেকে দিতে তব পদ-রেখা ।
এখানে কোটি কোটি মানুষ রয়েছে
তোমার মতো কেউই খায়নি আকণ্ঠ মদ ,
তারা খালি হাতে এলো ,কী আর পেল ?
অনেকবার মরে গিয়ে মরে গিয়ে পুনরায় মরতে চলে গেল ।


*****************************************************