আমার ছায়া দেখে আজকাল ভয় পাই না ,
ভয় পাবো কেন ? এর চেয়ে ভয়ংকর
কত ছায়া দেখেছি আমি আয়না ভেঙ্গে দিয়ে ।
চিনেছি আমি যেখানেই যাবো সেও যাবে
তবু শুধুই সে ছায়া ,
জরা ব্যাধি কিছু নেই তার
নেই তার মায়া ।
ঐ যে কুষ্ঠরোগী তারও ছায়া আছে
কেবল মৃতবৎসার ছায়া নেই কেন ?
সে মৃত্যুর ছায়ার সঙ্গে হয়ে গেছে কখন ঘরণী
কখন সকাল হয় রাত নেমে আসে জানে না রমণী ।
আজ তার ছায়া পাশে নেই , মরণেরে করে আলিঙ্গন
কতকাল ধরে ছায়া তার মৃত পদতলে
শুধু কাঁদিয়াছে বিধূত যৌবন ।


*********************************