ক্ষেন্তি মরে গেছে ,বড় আদরের মেয়ে সুভাষের ,
তার মনে হয় মানুষ তো অন্ধকার থেকে আসে
পুনরায় আঁধারে মিলায় ,শুধু কিছুদিন কাঁদে  হাসে ।
বউ মরে পুনরায় বিয়ে করে ,সন্তান মরে যায়
আবার সন্তানের জন্ম হয় আঁধারে ধরায় ।
এখন জীবনের পথ  সুভাষের কাছে বন্ধুর মনে হয় ,
অজান্তেই থেকে থেকে মনের গভীরে জেগে ওঠে ভয় ।
সব যদি অন্ধকার  ,কেন তবে  নারী সব রজঃস্বলা হয় ?
জেনেছে সুভাষ , সৃষ্টির মিছিলে রতিক্রিয়া তবু থাকে জীবনে অক্ষয় ।
ক্ষেন্তির কথা মৈথুনের সময়েও কেন মনে পড়ে সুভাষের ?
তাই বুঝি অন্ধকারে অশ্রু মোছে উদাসী মৈথুন ।
শত দুঃখে কাঁদে জীব , কাঁদে যেন অন্ধকারে দ্যুলোক ভূলোক
তবু সেই মৃত্যুর তাগিদে মৈথুনের মুষ্ট্যাঘাতে নামে সূর্যালোক ।


****************************************