আমার চোখের জল নদী হলে
ভাসবে কী সেই জলে প্রাণী ?
এইখানে কতকাল মরুময় বুকে
মানুষ কখনো তার বুকও রাখেনি ।


চেরাপুঞ্জির  মেঘ নেমে এলে চোখে
কত জল গড়াতে পারে জানো ?
সাহারার মতো বুকে যারাই এসেছে
বলে গেছে আমাদের কথাগুলি মানো ।


কারো কথা না শুনেই একা
পাগলিনীর কাছে আছি বলে
আমি কী অসভ্য পাগল ?
তবু জানি আমার চোখের জল নদী হয়ে গেলে ,
সুসভ্য মানুষ নয় , পাগলিনী ভেসে যাবে জলে ।


কেন ভেসে যাবে সেই জলে ?
কেউই হৃদয় আর করেনি তো চুরি ,
যাদের হৃদয়ে শুধু অমানিশা
দেখেনি তারা চোখের জলেও ভেসে গেছে তরি ,
আমার চোখের জলে তারা দেখে মূক বিভাবরী ।


**********************************