কেন বৃষ্টি হয় এবার জেনেছি
আজ দেখি কুমারীর মতো করুণ বিষাদ ,
দেহ-সুখ সুখ নয় এখন মেনেছি
উষসী আকাশে ছায়া লুকায় নিষাদ ।


মৃদু কান্নার মতো বৃষ্টি নেমে আসে
মূক হয় বেদনাও পারাপারহীন ঘোলা জলে ,
ধীবরও জেনেছিল মাছগুলি কেন জলে ভাসে
কেন প্রেম মাছের মতোই রয়েছে  অতলে ।

অনেকে জানে না প্রেম ,জানে না  বৃষ্টি কেন  হয় ,
যাদের হৃদয়  আজো শুধু প্রেমে ভরা
তারাই বুঝেছে কেন বৃষ্টি হয়ে শেষ হয় খরা ,
এসব জানে না আজ ঊর্মিল হৃদয় ।


মূর্খ চাষার কাছে শিখেছি আমি অন্য কোথা নয় ,
সেই শিখিয়েছে , এখনো প্রেম আছে  বৃষ্টি তাই হয় ।


************************************