আজই যদি মৃত্যু এসে বলে এতদিন কি করেছো বলো ,
যদি সে কংকালসার দেহে ফেলে দেয় মাধুর্য নির্যাস
বলে দেব , কিছুই পারিনি দিতে এরপরে তুমি নিয়ে চলো ।


মৃত্যু যদি বলে পৃথিবীতে আছে বহুকাল এত জলাভূমি
তবু কেন নারী কেঁদে মরে এইখানে শুধুই তৃষায় ?
জলমগ্ন ভূমি থেকে জল ছিঁড়ে নারীকে দাওনি কেন তুমি ?


বলে দেবো ,এতদিন তার হাতে  দিয়েছি আমি জ্বলন্ত অঙ্গার ,
জলে নয় , সাহারার বুকে তার বুক পোড়া দেখেছি বসে বসে
এর বেশি পারিনি দিতে তার বুক ফাটা কান্নায় ভেসেছি বার বার ।


আজই যদি মৃত্যু এসে বলে তুমি এক অবিমৃষ্যকারী
নারীকে দহন জ্বালা থেকে মুক্ত করতে পারোনি কেন তুমি?
বলবো দাঁড়াও , কিছুই পারিনি দিতে তার পায়ে প্রণাম শুধু করি
এর বেশি  নারীকে আমি পৃথিবীতে কতটুকু দিয়ে যেতে পারি ?


***************************************