সাদা ইংরেজ চলে গেছে দেশ ছেড়ে
কালো ইংরেজ রয়েছে দেশের বুকে ,
গলাবাজি আর ভাষণের আজ তোড়ে
স্বাধীনতা তারা পালন করছে সুখে ।


ফাঁসির মঞ্চে দিয়ে গেছে যারা প্রাণ
তারাই জেনেছে স্বাধীনতা কত দামী,
কালো ইংরেজ গায় সাম্যের গান
তারা চায় গদি , তারা কী দেশপ্রেমী ?


রাজনীতি আজ শকুনের খেলাঘর
লুটে পুটে খায় আঁকড়ে কেবল গদি ,
ধর্ষিতা কাঁদে বেদনায় জর্জর
স্বাধীনতা খোঁজে ত্যাগ শুধু নিরবধি ।


ত্যাগ-ব্রত আজ মাথা কুটে শুধু মরে
স্বাধীনতা যেন ফেলছে চোখের জল ,
দেশপ্রেম আজ চলে গেছে বুঝি দূরে
আঁধার ছুঁয়েছে ভারতের ভূমিতল ।


স্বাধীনতা কী শিশুর হাতের মোয়া ?
পতাকা উড়িয়ে গদ গদ হওয়া যায় ?
ত্যাগ ছাড়া তাকে যাবে না কখনো ছোঁয়া
ত্যাগী যারা ছিল তারা সব অমরায় ।


**********************************