কোন এক লজ্জাশীলা নারী ডেকেছিল গোপনে আমারে
তার শ্বেত বাহু  দুটি মেলে দিয়ে জ্যোৎস্নার ভিতরে ,
সে ডাকের সাড়া দিতে পারিনি ফাগুনের করুণ সন্ধ্যায়
উদ্ধত আবেগ মোর মরে গেছে কবেকার বিবাগী নেশায় ।
আজো ডাক আসে কেন ? কোথায় রয়েছে সেই নারী ?
শিশির সিক্ত ঘাসে নিরালায় একা একা কাঁদে বিভাবরী ।
দেখা তার পাইনি কখনো ,তবু  তার ডাক শুনি প্রাণে
সে কিছু বলতে চেয়েছিল , ফিরে গেছে নিজ নিকেতনে  ।
হয়তো এমন হবে সেই নারী দেখাতে চেয়েছে তার ক্ষত
স্বামীর শাসনে সে যে কতদিন কেঁদেছিল শুনেছি সতত ।


তার ডাক কানে আসে সেই নারী মরে গেছে কবে
আমি আজো অপরাধী থেকে গেছি লজ্জায় নীরবে ।
সেই ডাক বিজন রাতের বুকে কেঁদে মরে রোজ ,
আমি আছি ,সেই নারী আঘাতের বুকে হয়েছে নিখোঁজ ।


************************************