হে বালক , তুমি কী এখনো শুয়ে আছো সেইখানে
ফালাকাটার পাশে মুজনাইয়ের জলের ভিতরে ?
এখন অনেক রোদ আজকের জ্যোৎস্নার গভীরে
তবু তুমি চেয়ে আছো  মানুষেরা  হাঁটছে যেখানে ।


যারা ছিল তারা নেই, মুজনাইও আজ কী বালিকা ?
স্রোতস্বিনী গান করে খুলে রেখে ঝাপসা আঁধার
বালকের কানে আজো তার ডাক আসে বার বার ,
তাইতো মাটির গন্ধে দীপ্ত হয় সেদিনের সেই দীপ শিখা ।


ফালাকাটা ,তুমি কী দেখেছো খুলে  হৃদয়ের দ্বার
কার সঙ্গে  সে বালক খায় আজ কার সঙ্গে হাঁটে ?
চোখে তার জল আছে কিনা আজকের গভীর সংকটে ?
জানি আমি ,জানাটা জরুরি নয় , নেমেছে অদ্ভুত আঁধার ।


**************************************