দুজন মানব মানবী বহুবার দেহ ভোগ করে
হাত ধরাধরি করে  মায়াবী রাতের বুকে হেঁটে যায় ,
তাদের ক্ষীণ আয়ুরেখা গোধূলির বুকে যেখানে লুকায়
সেই পথে হাঁটে আজ ফেলে দিয়ে আকাঙ্ক্ষার ভোগ ,
কখনো দেখেনি তারা যৌবনের দেহে কত আছে রোগ ।
এখন দেখে শুধু মৃত্যুর রঙের কিছু ছবি ,
তাদের কেউ হতো যদি কবি
লিখে দিত এই দেহ পচা শামুকের খোল ,
থাকে না চিরদিন সুঠাম নিটোল ।
তারা দেখে চারপাশে পড়ে আছে শব
থেমে গেছে তাদের দেহের সব কলরব ।


একদিন দেখেছিল তারা অমেয় ধানের রঙে ভরেছে অঘ্রাণ
ধান কাটা পড়ে আছে মাঠে
সেই দেহ কতবার কতভাবে পেয়েছে সুঘ্রাণ ।
এখন দুজনের চোখে অনন্ত মৃত্যুর ছবি খেলা করে
পচা শামুকের খোলে বার্ধক্যের জ্বরে ।
আজ আর বিলোল নয়নে নেই কোন আকাঙ্ক্ষার তৃষা
দিগন্তের পথে তারা হাঁটে পাশাপাশি
দুজনের চোখে নেমেছে ক্লান্তি ,নষ্টনীড়ে শুধু অমানিশা ।


**************************************