জীবন আমার ফুলের মতো হতে চায়
বাধা আসে কীটদের কাছ থেকে রোজ ,
তারা চায় সে ফুল ফোটার আগে কেটে দিতে
বার বার আমাকে করে দেয় অনেক তফাতে
মানুষের কাছ থেকে , নিয়ে যায় তমিস্রার বুকে
যেখানে পড়ে আছে কোটি কোটি শব ,
অজান্তেই জীবন আমার হয় যে নীরব ।
পৃথিবীতে জীবন ফলে আছে যেখানে সেখানে
তবু পুষ্পিত জীবন দেখিনা কখনো ।
জীবন আমার ফুল হতে গিয়ে কীটের দংশনে
মৃতপ্রায় হয়ে গেছে ,চারপাশে দেখি মরুভূমি ,
কীট কিছু বেঁচে থাকে অন্ধকারে
একা একা কখন যেন নিরালায় মরে গেছি আমি ,
মনে হয় অদৃষ্টের পরিহাসে জীবন আমার জলধির মূক বেলাভূমি ।


***************************************