আমার ব্যথা কী বুঝতে পারো না তুমি ?
কেন তুমি আজ বধির হয়েছ প্রাণে ?
আমি নেই তবু আছে তব তৃণভূমি
মাটির গন্ধ ভেসে আসে আজো গানে ।


কী সুখ প্রবাসে জানতে কী চাও তুমি ?
মরে বেঁচে আছি কতভাবে কতবার ,
হৃদয় হয়েছে শুধু এক মরুভূমি
ছায়া নেই আজ মাথার উপরে আর ।


এখানে শুনি না বিহগের কোন স্বর
তরুসব যেন বহুকাল ধরে মৃত ,
মলিন বদনে আছি নিয়ে গায়ে জ্বর
ধুলিকণা তব  জাগায় স্মৃতি যে কত ।


মাটি মা আমার , যদি ফিরি  তব কোলে
দেবে কী ফিরায়ে শৈশব সুখ যত ?
রেখে যাবো মাথা আমি ঐ পদতলে
হৃদয়ে মিশিবে সুখ শুধু অবিরত ।


************************************