অনেক কেঁদেছি আমি এইখানে , দেখেছি
সর্বত্র সজাগ যেন জীবনের শুধু হতাশ্বাস
কোথাও দেখিনি সবুজের সমারোহ আর মুথা-ঘাস ।
এবার ফিরে যাবো আবাল্যের স্মৃতিঘেরা সমাজে নীরবে
পেয়েছি তাদের কাছে কিছু তো ফেরাতে হবে ,
ভরবে আমার মন মাটি আর মানুষের গানে
বিশুষ্ক ধরার বুকে একবিন্দু বৃষ্টির মতো
সেদিনের স্মৃতি সব উচ্ছলিত হবে মোর প্রাণে ।
দেখবো নগেন কাকা লাঙ্গল কাঁধে ত্রস্ত পায়ে আজো মাঠে যায় ,
সন্ধ্যায় বসেছে বুড়োদের মজলিস
হাতে হাতে হুঁকো ফেরা স্মৃতিঘেরা দাবার আসর ,
কে যেন বলছে কানে সেখানেই ফিরে যারে তুই
সেই গ্রামে আছে তোর ঘর ।


পেয়েছি ওদের কাছে দিতে হবে সবই
মনে হয় পথে ঘাটে আজো নাচে আমার সুরভি ।
এবার বন ছেড়ে ঘরে ফিরে যাবো  ,
সেই মাটি দিয়েছে সব করেছে পালন
এবার ফিরে যাবো ,সেখানেই হবে মোর নিবিড় মরণ ।


***************************************