কতদিন দেখিনি তোমাকে কত রাত রেখে গেছে ক্ষত
তুমিও কী শুয়ে আছো জ্যোৎস্নার ভিতরে বুড়ি আকাশের মতো ?
আজ আর ইচ্ছে নেই তোমাকে বলার
ফসল কাটার পরে আছে কিনা মাঠের বাহার ।
তুমিও দেখেছো সেদিন পথে ঘাটে ঝরেছিল ধান
নিহত আশার মাঝে শঙ্কায় কতবার কেঁদেছিল প্রাণ ।
   ভাদু টুসু গানগুলি এখনো কী ঢেউ তুলে মনে ?
হয়তো বা বুড়ি আকাশের মতো ন্যুব্জতায় অন্ধকার নেমেছে সেখানে  ।  
জানি আমি আসবে না তুমি আর চঞ্চলা হরিণীর মতো
দেখবে না পৃথিবীর কোলে গর্ভিণী ধানগুলি হয়ে আছে নত ।
আজ আর আকাশের রূপ দেখবে না  হয়েছ নীরব
কোনদিন দেখবে না আর গ্রাম থেকে ভাদু টুসু মুছে গেছে সব ।
স্থবির হয়েছে সময়,মানুষের মনেও আজ শুধুই বারুদ
তুমি আর দেখবে না কেমন ধানের ডগায় ফলে আছে দুধ ।


**************************************