ছিপ হাতে বসে নেই আজ আর
নিষ্কলঙ্ক সরল সেই শশধর ,
অনেক কাজের মাঝে মানুষেরা মরে গেছে
কখন হয়ে গেছে পর ।
আমাকে সে বলেছিল পুকুরের ধারে
এসো কবি ধরি ছোট মাছ ,
দেখছ না পৃথিবী আজ চোরকাঁটায় ভরে আছে
লজ্জায় নত সব গাছ ?
আমি আজও খুঁজে ফিরি
তার মতো সরল হৃদয় ,
দেখেছি বৈশাখের বুকে মানুষেরা বড় তপ্ত
হৃদয় আর নয় মৃণ্ময় ।
আজ দেখি পৃথিবীর চারপাশে জল নেই
স্তূপীকৃত জঞ্জালের ঘর ,
জানি আমি অকাজের মাঝে একটি মানুষও নেই
মরে গেছে সেই শশধর ।
তবু বড় ইচ্ছে হয় বৈশাখের বুক চিরে
দেখাবো যেথায় সুখ শান্তি হয়েছে নীরব ,
মানুষ দেখবে কোটি কৃকলাশ নেই ,শুধু সরল মানুষ
চারপাশে পড়ে নেই মানুষের শব ।


*************************************