পথে আজ পড়ে আছে অসংখ্য করোটি
অমেয় রাতের গর্ভে ডুবে গেছে চাঁদ
পৃথিবী ঢেকেছে বিভাবরী ,
বেদনায় মুখ ঢাকে উত্তাল নগরী
তবু এসো কিছুক্ষণ হাতে হাত ধরি ।


সময় সহজ হলে দেখা যেত সরল মানুষ
এখন এখানে শুধু নিদাঘের তপ্ত রুক্ষতা
জীবনের মানে ভুলে গেছে নরনারী ,
ন্যুব্জতায় রাত কাঁদে ,বাজে নাই আর আশাবরী
অসময়ে এসো কিছুক্ষণ হাতে হাত ধরি ।


দু একটি সরল মানুষ ব্যথার সলিলে ডুবে যায়
তাদের বাঁচাতে হবে শত দুঃখ সয়ে
ঘুমাবার সময় নেই আর ,
দেখছতো চন্দ্রমল্লিকাও বৃন্ত থেকে গেছে আজ ঝরি
এরপরে এসো কিছুক্ষণ হাতে হাত ধরি ।


ঘুমায়-নি কতকাল মানুষ এখানে
তারা বড় ব্যস্ত আজ গৃহস্থালি নিয়ে
স্বার্থের নির্মোক খুলে যেসব মানুষ আছে জেগে
এসো তাদের নমস্কার করি ,
ঘুমিয়ে পড়ার আগে  কিছুক্ষণ হাতে হাত ধরি ।


***********************************